একুশ আমার

একুশ আমার ভাইয়ের সংগ্রামী দিন।
একুশ আমার ভাইয়ের রক্তে রঙ্গীন।

একুশ আমার মায়ের চোখে জল।
একুশ আমার ছোট বোনের কথা অনর্গল।

একুশ সেতো বাউলের একতারার সুর
একুশ আমার মুখে মা ডাক সুমধুর।

একুশ আমার সাহস, আমার প্রেরণা,
একুশ আমার অহংকার, আমার চেতনা।

একুশ স্বপ্ন দেখা হৃদয়।
একুশ আমার অস্তিত্ত্ব, আমার পরিচয়।

দ্বিতীয় জীবন

তুমি আমার দিবা জোছনা
অনেক আলোর মাঝে প্রিয় আলো
তুমি আমার রাতের আকাশে
হাজার তারার মাঝে চেনা তারা
তুমি আমার শেষ বিকেলে
দিগন্ত রেখায় লাল আভা
তুমি আমার একান্ত নিজস্ব নদীতে
ভেসে যাওয়া সবুজ শ্যাওলা।

তুমি আমার দ্বিতীয় প্রেম, প্রথম মৃত্যু
আমার সুন্দরতম উপলব্ধি
তুমি আমার পবিত্র প্রিয়ার গরম নিশ্বাস
তার স্ফীত বুকের গভীর থেকে আসা কামের কুহক
তুমি আমার আনন্দ অশ্রু, বিষাধসিন্ধু
আমার স্বপ্নময় বাস্তবতা।

তুমি আমার ক্ষুধার্ত পৃথিবী
আমার রক্তাক্ত পৃথিবী
আমার সুদান, আফগান, ইরাক, ফিলিস্তিন।

তুমি আমার বিপ্লব
আমার জন লেলন, চে গুয়েভারা
আমার লালন আর হাসন রাজা।

তুমি আমার বায়ান্নোর মিছিল
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
তুমি আমার স্বাধীন বাংলা বেতারকেন্দ্র
আমার একাত্তরের রক্ত নদী।

তুমি আমার দ্বিতীয় প্রেম, প্রথম মৃত্যু
আমার সুন্দরতম উপলব্ধি
তুমি হচ্ছ কবিতা, আমার দ্বিতীয় জীবন।

- নোমান

একুশ

একুশ বছর আগে
যখন একুশ ছিলাম আমি
যখন একুশ তারিখ ভোরবেলাতে
একুশটি গোলাপ হাতে
তোমার পেছন হাটি।

তুমি যাচ্ছ শহীদ মিনার
করে স্মরণ তাদের
যারা সেদিন ভাষার জন্য
মায়ের কোলে যায়নি ফিরে
আর যাদের জন্য আমার হাতে
তোমার লেখা বাংলায় চিঠি।

চিঠি আর গোলাপ হাতে
হাটি আমি তোমার পাশে একটু দূরে।
বুকে আমার অনেক সাহস
দেবোই দেবো তোমায় আমি গোলাপ চিঠি।
কাছে যেতেই হঠাত্‍ দেখি
তোমার পাশে তোমার বাবা
সাহস আমার গেলো উড়ে সাথে সাথে
হলো না আর তোমায় দেওয়া গোলাপ চিঠি।

হতাশ হয়ে দিলাম দিয়ে
সেই একুশ গোলাপ শহীদ মিনারে
হইনি সুখী সবার মত
ফুল দিয়ে শহীদ মিনারকে
আর সেই চিঠি খানাও হারিয়ে গেছে তোমার মত
পাইনি দেখা অনেক খুজেও কোন খানে।

আজ একুশ বছর পরে
আর একুশ নইকো আমি
তবু এই একুশ তারিখ ভোর বেলাতে
একুশটি গোলাপ হাতে
মিনার পথে হাটি
তোমাকে নয় মিনারকে নয়
গোলাপ দেব তাদের
যাদের মাঝে আমি তোমাকে পাই;
সেই একুশ বছর আগের।

নোমান

আপনার লেখা পাঠান

আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।

আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com